Wellcome to National Portal
শিল্প মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০১৮

সিটিজেনস্‌ চার্টার.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিল্প মন্ত্রণালয়

www.moind.gov.bd

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

 

১.  ভিশন ও মিশন

 

ভিশন:       শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের দেশ।

মিশন:       যথোপযুক্ত শিল্প নীতি প্রণয়ন, রাষ্ট্রায়ত্ত্ব শিল্প কারখানার পূনর্গঠন ও সংস্কার, ক্ষুদ্র, মাঝারি, মাইক্রো ও কুটির  শিল্পের উন্নয়ন, বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে নীতিগত সহায়তা প্রদান, পণ্যের মান সুরক্ষা ও মেধাসম্পদ সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম বাস্তাবায়নের মাধ্যমে দ্রুত শিল্পায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধি।

 

২. প্রতিশ্রুত সেবাসমূহ:

 

২.১) নাগরিক সেবা

 

ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং

পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে জাহাজ আমদানীর জন্য অনাপত্তি সনদ (এনওসি) প্রদান

১. আবেদনকারীর নিকট হতে আবেদন গ্রহণ;

২. আবেদন যাচাই বাছাইকরণ;

৩. কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ;

৪. এনওসি ডাকযোগে/ই-মেইলে আবেদনকারীর নিকট প্রেরণ।

এনওসি প্রাপ্তির ক্ষেত্রে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হয়ঃ

(ক) NOC ফি বাবদ ৩০০০/- (তিন হাজার) টাকার ব্যাংক জমা রসিদ

(খ) ইয়ার্ডের অনুকূলে পরিবেশ ছাড়পত্র

(গ) জাহাজ ক্রয় সংক্রান্ত Memorandum of Agreement এর কপি

(ঘ) সরকারী ফি প্রদান সংক্রান্ত অঙ্গিকারনামা

(ঙ) জাহাজে বিপদজনক বর্জ্য না থাকা সংক্রান্ত ঘোষণাপত্র

এনওসি ফি বাবদ ৩০০০/- টাকা

হিসাবের নাম-এসবিএসআরবি

 হিসাব নং- ১৩৩৬০০০৮১২,

ষ্ট্যান্ডার্ড ব্যাংক লি:, বৈদেশিক বানিজ্যিক শাখা দিলকুশা, মতিঝিল ঢাকায় জমা প্রদান করে জমার রসিদ দাখিল করতে হবে।

সংশ্লিষ্ট সকল কাগজপত্র সঠিক হওয়া সাপেক্ষে আবেদন প্রাপ্তির পর ২৪ ঘন্টা

উপ সচিব

জাহাজ পুন: প্রক্রিয়া অধিশাখা

শিল্প মন্ত্রণালয়, ঢাকা

ফোনঃ ৯৫৫১০১২

e-mail: policy-2sas@moind.gov.bd

 

 

পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে জাহাজ আমদানীর পর পরিদর্শন অনুমতি

১. আবেদনকারীর নিকট হতে আবেদন গ্রহণ;

২. আবেদন যাচাই বাছাইকরণ;

৩. কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ;

৪. অনুমতিপত্র ডাকযোগে/ই-মেইলে আবেদনকারীর নিকট প্রেরণ।

বহিঃনোঙ্গরে জাহাজ পরিদর্শনের অনুমতি প্রাপ্তির ক্ষেত্রে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হয়ঃ

ক) পরিদর্শন ফি বাবদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকার ব্যাংক রসিদ

খ) Letter of Credit   এর কপি

পরিদর্শন ফি বাবদ ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা হিসাবের নাম-এসবিএসআরবি  হিসাব নং- ১৩৩৬০০০৮১২, ষ্ট্যান্ডার্ড ব্যাংক লি:, বৈদেশিক বানিজ্যিক শাখা দিলকুশা, মতিঝিল ঢাকায় জমা প্রদান করে জমার রসিদ দাখিল করতে হবে ।

সংশ্লিষ্ট সকল কাগজপত্র সঠিক হওয়া সাপেক্ষে আবেদন প্রাপ্তির পর ২৪ ঘন্টা

উপ সচিব

জাহাজ পুন: প্রক্রিয়া অধিশাখা

শিল্প মন্ত্রণালয়, ঢাকা

e-mail: policy-2sas@moind.gov.bd

 

০৩

পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে জাহাজ সৈকতায়ন/বিচিং অনুমতি

১. আবেদনকারীর নিকট হতে আবেদন গ্রহণ;

২. আবেদন যাচাই বাছাইকরণ;

৩. কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ;

৪. অনুমতিপত্র  ডাকযোগে/ই-মেইলে আবেদনকারীর নিকট প্রেরণ।

জাহাজ সৈকতায়ন/বিচিং অনুমতি প্রাপ্তির ক্ষেত্রে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হয়ঃ

(ক) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কর্তৃক প্রদত্ত প্রতিবেদন

(খ ) চিটাগাং ড্রাইডক লিঃ কর্তৃক প্রদত্ত পরিদর্শন প্রতিবেদন

(গ) বিস্ফোরক পরিদপ্তর, চট্টগ্রাম কর্তৃক প্রদত্ত নিরাপত্তামূলক পরিদর্শন প্রতিবেদন (Safe for hot work and safe for man entry)

(ঘ) ট্রেডবডি কর্তৃক প্রদত্ত মেম্বারশীপ সার্টিফিকেটের কপি

(ঙ) বিচিং ফি বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকার ব্যাংক রসিদ

(চ) কাস্টমস হাউজ, চট্টগ্রাম কর্তৃক প্রদত্ত Rummage Clearance Certificate

সরকারি খাতে জমা প্রদানের জন্য বিচিং ফি বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকার ব্যাংক রসিদ

 

সংশ্লিষ্ট সকল কাগজপত্র সঠিক হওয়া সাপেক্ষে আবেদন প্রাপ্তির পর ২৪ ঘন্টা

উপ সচিব

জাহাজ পুন: প্রক্রিয়া অধিশাখা

শিল্প মন্ত্রণালয়, ঢাকা

e-mail: policy-2sas@moind.gov.bd

পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে আমদানিকৃত জাহাজ বিভাজন/কাটিং অনুমতি

১. আবেদনকারীর নিকট হতে আবেদন গ্রহণ;

২. আবেদন যাচাই বাছাইকরণ;

৩. কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ;

৪. অনুমতিপত্র  ডাকযোগে/ই-মেইলে আবেদনকারীর নিকট প্রেরণ।

জাহাজ বিভাজ/কাটিং অনুমতি প্রাপ্তির ক্ষেত্রে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হয়ঃ

ক) শিপ রিসাইক্লিং প্লান (এসআরপি)

খ) ইয়ার্ডের অনুকূলে পরিবেশ ছাড়পত্রের কপি

গ) নৌ-বাহিনী কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের কপি

ঘ) শ্রমিক রেজিস্টেশনের কপি

ঙ) ভেনডর চালানের কপি

চ) বিচিং পরবর্তী সময়ে Gas Free Test সংক্রান্ত Safe for hot work and Safe for man entry  সংক্রান্তে বিস্ফোরক পরিদপ্তরের সনদ।

ছ) কাটিং ফি (প্রতি এলডিটি এর বিপরীতে ৪ টাকা হারে)

প্রতি এলডিটি এর বিপরীতে ৪ (চার) টাকা হারে হিসাবের নাম-এসবিএসআরবি

 হিসাব নং- ১৩৩৬০০০৮১২,

ষ্ট্যান্ডার্ড ব্যাংক লি:, বৈদেশিক বানিজ্যিক শাখা দিলকুশা, মতিঝিল ঢাকায় জমা প্রদান করে জমার রসিদ দাখিল করতে হবে।

সংশ্লিষ্ট সকল কাগজপত্র সঠিক হওয়া সাপেক্ষে আবেদন প্রাপ্তির পর ২৪ ঘন্টা

উপ সচিব

জাহাজ পুন: প্রক্রিয়া অধিশাখা

শিল্প মন্ত্রণালয়, ঢাকা

e-mail: policy-2sas@moind.gov.bd

৫.

সিআইপি (শিল্প) কার্ড প্রদান

১. আবেদনকারীর নিকট হতে আবেদন গ্রহণ;

২. আবেদন যাচাই বাছাই পূর্বক সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে প্রতিবেদন/ মতামত গ্রহণ;

৩. সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে প্রাপ্ত প্রতিবেদন/মতামত যাচাই বাছাইক্রমে মনোনয়ন চূড়ান্তকরণ;

৪. অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত ব্যক্তিবর্গের মাঝে কার্ড বিতরণ।

 আবেদন আহবান সংযুক্তি কাগজপত্রঃ

১. আবেদন ফরম

২.  দুই প্রস্থ ছবি

৩. পাসপোর্টের ফটোকপি

৪. তিন বছরের অডিট প্রতিবেদন

৫.  কর পরিশোধ সংক্রান্ত সনদপত্র

৬. পরিবেশ ছাড়পত্র

৭.  জাতীয় ও আন্তর্জাতিক সনদ (যদি থাকে)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনাপত্তি প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে।

৩০ দিন

বেগম ছামছুন নাহার

সহকারী সচিব

বিএসইসি ও বিএসটিআই শাখা

ফোন: ৯৫৮৫১৮৪

as_bb@moind.gov.bd

 

২.২) প্রাতিষ্ঠানিক সেবা

 

ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং

পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)